মাকাও (Macau) হলো চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল (SAR), যার নিজস্ব প্রশাসন,আইন ও ভিসা নীতি রয়েছে অনেকটা হংকংয়ের মতো।
About visa system for Bangladeshi passport holders
বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য ২০১০ সাল পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা চালু ছিল।তবে ২০১০ সালের ১ জুলাই থেকে পূর্ব-অনুমোদিত ভিসা বাধ্যতামূলক করা হয়েছে।বাংলাদেশে ম্যাকাওয়ের নিজস্ব দূতাবাস না থাকায় চীনের দূতাবাসের মাধ্যমে ভিসা আবেদন করতে হয়।
ইনভাইটেশন লেটার আবশ্যক।তবে আপনার যদি
হংকং মাল্টিপল/ডুয়েল এন্ট্রি ভিসা থাকল ফেরি রুটে মাকাও অন-অ্যারাইভাল ভিসা পাবেন।Not by air
হংকং থেকে সরাসরি মাকাও ভিসা নেওয়ার সুযোগ নেই,তবে হংকংয়ের লং-টার্ম ভিসা থাকলে প্রক্রিয়াটি কিছুটা সহজ হয়, তবে সময় লাগে প্রায় ১ মাস।
মাকাও ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
1. ভিসা আবেদন ফর্ম (Macao SAR)
2. মূল পাসপোর্ট ও ফটোকপি
3. পাসপোর্ট সাইজ ছবি (২টি, 48mm×33mm)
4. Last 4 মাসের ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি সার্টিফিকেট
5. পূর্ববর্তী ভ্রমণের ইতিহাস (যদি থাকে) Travel history
6. Travel itinerary
7. হোটেল বুকিং
8. ইনভাইটেশন লেটার
9. কাভার লেটার
10. চাকরির প্রমাণপত্র (NOC সহ), ব্যবসার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স
11. টিকিট বুকিং স্লিপ
12. আবেদন ফি: 30 USD single entry 3 months valid
Stay permission 14 days
Travel attractions
বিশ্বের ধনীতম ক্যাসিনো শহর হিসেবে পরিচিত।
দর্শনীয় স্থান: Senado Square, Ruins of St. Paul’s, Macau Tower, Venetian Casino Resort
ইমিগ্রেশন অভিজ্ঞতা
Return ticket,Hotel reservations,Cash USD দেখাতে হয়েছে।পাসপোর্টে সিল না দিয়ে টোকেন দেওয়া হয় (হংকংয়ের মতো)তবে ভিসা স্টিকার থাকে।
ব্যক্তিগত অভিজ্ঞতা:
ম্যাকাও খুব পরিচ্ছন্ন,মানুষজন সহযোগিতাপূর্ণ।কিছু বাংলাদেশি স্টুডেন্ট ও কর্মজীবীর সঙ্গে কথা হয়েছে। এখানকার বেতন জাপান,দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরের চেয়েও ভালো।বিশেষ করে রেস্টুরেন্ট বা ক্যাসিনো খাতের টিপস ইনকাম অনেক বেশি।
ভাষা বিষয়ক তথ্য:
অফিসিয়াল ভাষা: চাইনিজ (ক্যান্টনিজ) ও পর্তুগিজ
পর্যটন ক্ষেত্রে ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত হয়
উচ্চশিক্ষা ও স্কলারশিপ:
যারা স্কলারশিপ খুঁজছেন,তাদের জন্য মাকাও ভালো গন্তব্য হতে পারে।নিচের বিশ্ববিদ্যালয়গুলোতে ফুল ফান্ডিংসহ উচ্চশিক্ষার সুযোগ রয়েছে: