Welcome to our website!
আজকের পোস্টটি ভ্রমণ পিপাসুদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ঘুরতে যাবেন - কিন্তু কিভাবে, কোথা থেকে শুরু করবেন বুজতে পারছেন না তাদের জন্য অনেক অনেক বেশি দরকারি একটি পোস্ট।
বিস্তারিতঃ শুরু করার আগে সবাইকে একান্ত ভাবে অনুরোধ জানাবো পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্তঃ পড়বেন তাতে করে আপনার অনেক অজানা প্রশ্নের উত্তর জানা হয়ে যাবে আর যেকোনো বিষয়ে জানার থাকলে আমাদেরকে সরাসরি কল করতে পারবেন যে কোনো সময়।
১ আমি Md. Shaifuddin Sarder ২০০৮ সালে ইন্ডিয়া ভ্রমণ দিয়ে প্রথম দেশের বাইরে পা রেখেছিলাম, অন্যান্য দেশ ভ্রমণের পাশাপাশি এপর্যন্তঃ ৬০ বারের বেশি ইন্ডিয়া ভ্রমণ করেছি । আমার আই ডি ফলো দিয়ে রাখতে পারেন তাহলে প্রতিনিয়ত আমার বিভিন্ন দেশ ভ্রমণের আপডেট পেয়ে যাবেন।
আজকের পোস্টের বিষয়গুলি কয়েকটি ধাপে ধাপে সাজানো হয়েছে যেটি আপনাকে আপনার সব প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করবে সহজেই।
ক) বাংলাদেশকে বিশ্বের কোন কোন রাষ্ট্র বেশি ভালো দৃষ্টিতে দেখে, এটা জানা কিন্তু সব থেকে জরুরি যারা ভ্রমণে যাবেন। এর জন্য জানতে হবে কারা বাংলাদেশের এই নির্বাচনকে স্বতঃস্ফূর্ত
ভাবে সমর্থন জানিয়েছেন। আসলে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া অথবা শেনজেন দেশের কোনো দেশই আমাদের দেশকে সমর্থন করেনি। তবে ৩ টি দেশকে আপনি ২০২৪-এ ভ্রমণের জন্য পরিকল্পনা করতে পারেন, তা হলঃ
লুক্সেমবার্গ, তুরস্ক ও ব্রাজিল, যারা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে।
খ) এবার অন্যান্য ২/১ বিষয় নিয়ে বলি, যেমন-ধর্ম ও যুদ্ধ। ধর্মের কথা বললে বলতে হয়
Austria Sweden Belgium France Germany Greece Liechtenstein Netherlands Switzerl and United Kingdom Norway Denmark এই সব দেশে ৫% থেকে ১০% মুসলিম বসবাস করেন। আর ItalySerbia তে ৪% থেকে ৫% মুসলিম বসবাস করে। লুক্সেমবার্গ-এ কিন্তু ২%-৪% মুসলিমদের বসবাস আর ব্রাজিলে ১% মাত্র।
আর যুদ্ধের কথা বলতে গেলে তো কোন দেশে যাবেন আর কোন দেশে যাবেন না তা মেলানোই দায়। কারণ ইউরোপ/আমেরিকা আছে মুসলিমদের বিরুদ্ধে, আর চীন/কোরিয়া/রাশিয়া আছে মুসলিমদের সাথে আবার কানাডা/অস্ট্রেলিয়া ও ইসলায়েলকে মৌন সম্মতি দেয়। এজন্য কোরিয়া বা রাশিয়া'র ভিসা পাওয়াটা কিন্তু কঠিন না এই বছরের জন্য।
গ) বাংলাদেশী পাসপোর্টে ইউরোপের যেসব দেশের টুরিস্ট ভিসা সহজে পাওয়া যায় সেটার তথ্য জেনে নেই এবার। বর্তমানে শেনজেন ভিসা দিয়ে থাকে অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্টোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিকটেনস্টাইন, লিথুয়ানিয়া, লাক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। তবে বেশি ভিসা পাওয়া যায় পর্তুগাল, মালটা, ফ্রান্স, হাঙ্গেরি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, লিথুনিয়া, লাটভিয়া।
ঘ) শেনজেনের কোন কোন দেশের ভিসা আবেদন করা যায় ঢাকা থেকে:
ঢাকাতে (Denmark, France, Germany, Italy, The Netherlands, Spain, Sweden) এই সকল দেশের ভিসা কেন্দ্র চালু আছে। তাছাড়া এম্বেসী অফ সুইডেনে জমা দিতে পারবেন লাক্সেমবার্গ-এর ভিসা। সম্প্রতি গ্রিস-এর ভিসাও জমা করা যায়।
ঙ) ২০২৪ সালে কোনো দেশ ভ্রমণের জন্য ভালো হতে পারে: এক পরিসংখ্যানে বলা হয়েছে পর্তুগাল, ইজিপ্ট, ভিয়েতনাম, গ্রীস, সাউথ আফ্রিকা, পেরু, তুরস্ক এই দেশগুলি ভ্রমণের জন্য ভ্রমণপ্রেমীদের অনেক পছন্দের জায়গা।
চ) এবার আসি শেনজেনের কোন দেশের ভিসা সহজে পাওয়া যাবে ২০২৪ সালে: বর্তমানে ইউরোপের মোট অনেকগুলো দেশের ভিসা সহজে পাওয়া যায়। দেশগুলোর মধ্যে রয়েছে— ফ্রান্স, পর্তুগাল, মাল্টা, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, হাঙ্গেরি, লিথুনিয়া, লাটভিয়া ইত্যাদি।
ছ) যারা কাতারে ফুটবল বা ইন্ডিয়াতে ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলেন তারা আমেরিকা / কানাডা এবং মক্সিকো তে বিশ্বকাপ ফুটবল খেলা ২০২৬ এর জন্য আবেদন করতে পারেন। এখানেও ভিসা হবার চান্স আছে শতভাগ।
কথা বললে অনেক কথা বলতে হয়, বিশ্ব-রাজনীতির উপর আর দেশের সার্বিক পরিস্থিতির উপর আসলে ভিসার রেশিওটা অনেকাংশে নির্ভর করে তবে ৭০% থেকে ৮০% হলো ভ্রমণকারীর যোগ্যতা, দক্ষতা, অর্থনৈতিক অবস্থা এবং পূর্ববর্তী ভ্রমণের ইতিহাসের উপর ভিসা হয়। তাই আপনি যদি চিন্তা করে থাকেন ২০২৪ সালে আপনি ইউরোপ/আমেরিকা ঘুরবেন তাহলে এখনই সময় আপনাকে প্রস্তুতি নেওয়ার, আপনার সাদা পাসপোর্ট থাকলেও কোনো সমস্যা নাই, আপনি চাইলে আজ থেকেই ভ্রমণ পরিকল্পনা শুরু করুন, ভ্রমণ শুরু করুন আসে/পাশের কিছু দেশ দিয়ে তারপর আপনার পাসপোর্টেও মিলবে আপনার কাঙ্খিত ফার্স্ট ওয়ার্ল্ড কোনটির ভ্রমণ ভিসা।
ভ্রমণ সম্পর্কিত যেকোনো ধরণের সাহায্য ও সহযোগিতার জন্য আমরা আছি আপনাদের পাশে।
সর্বশেষে, সবাইকে অনুরোধ করবো আমাদের পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর ভিসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই হোয়াটসআপ-এ কল করতে পারেন
𝟎𝟏𝟖𝟗𝟏𝟏𝟓𝟑𝟖𝟎𝟎 (কন্সালটেন্সি / প্যাকেজ ট্যুর)
𝟎𝟏𝟖𝟗𝟏𝟏𝟓𝟑𝟖𝟎𝟏 (এয়ার টিকেট)
𝟎𝟏𝟖𝟗𝟏𝟏𝟓𝟑𝟖𝟎𝟐 (গ্রুপ/ কর্পোরেট ট্যুর)
𝟎𝟏𝟖𝟗𝟏𝟏𝟓𝟑𝟖𝟎𝟑 (ভিসা প্রসেসিং / হোটেল বুকিং)
অথবা ফেসবুক মেসেন্জারে Travelon.online যোগাযোগ করতে পারেন।𝐇𝐎𝐓𝐋𝐈𝐍𝐄: 𝟎𝟐𝟒𝟏𝟎𝟗𝟎7𝟐𝟖, 𝟎𝟐𝟒𝟖𝟗𝟓𝟎𝟏𝟎𝟓
► ইমেইল : info@travelon.online / travelon.online@gmail.com
অফিস: সেক্টর -০৩, রোড -০২, বাড়ি -২৫ (টপ ফ্লোর), উত্তরা- ১২৩০ (নিলয় ভবন